. এ
বার্তা
যেদিন
অকস্মাৎ
মুখরিত সে
ঐকতানে জয়
এনেছে ঘরে তুলে
বিজয় নিশান উড়ে
লাখো শহীদের প্রাণের
বিনিময়ে বীরাঙ্গনা মাকে
বিজয় আঁচল রক্তিম আভা
এক টুকরো স্বাধীনতা,পতাকা,
মায়ের বুকে লজ্জার যন্ত্রণা বুঝি
ম্লান হলো বাংলার বিজয়ের ফুলে,
শহীদের রক্তে বিজয়ের ধ্বনি চৌদিকে
ওরা হার মানেনি বাংলার দামাল ছেলেরা
১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছি এ বাংলায়।
-----------------------------------------------------------------
-----------------------------------------------------------------
রচনাকাল
১৬।১২।২০১৪
ইউ এ ই ।
বিঃদ্রঃ- কবিতাটি সমগ্র মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলাম ।