. ঐ
চন্দ্র
আকাশ
বাতাসের
গন্ধেমাখানো
সহস্র লাশের
বিনিময়ে বিজয়
কিনে এনেছিলো যাঁরা,
আজ সেই বাংলায় দোলে
উষার আলো ঘেরা মেয়ের
স্বাধীন এলোমেলো চুল গুলো
মাকে বীরাঙ্গনা করেছিলো তারা।
ওরা হায়েনা ছিলো,আজ স্মৃতিসৌধ
কবিতা লিখে চিত্কার করে বলে যাই,
হে বিশ্ব বিধাতা মানব মনের দেবতা
সোনার বাংলা,নীল আকাশে পতাকা উড়াই।
রচনাকাল
১৫।১২।২০১৪
ইউ এ ই।
বিঃদ্রঃ- কবিতাটি সমগ্র মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলাম ।