.     আজ  আমি বলবো না
      কোন  কথা শুনবো না
     চেয়ে রবো তোমার পানে,
যে চোখের মায়া হৃদয়ে সুখের ছায়া
যে বিশাল আকাশ মন কাড়া বাতাস,
     উষ্ণতার ছোঁয়া ভুলবো না,
     তোমার আঁখির তুলনা হয়না,
     যেন শুভ্রতা সেজেছে গগণে।

       তোমার ঐ কালো তিল
       বিশাল আকাশ যে নীল
      যেন এক মুঠো কালো মেঘ,
যে মেঘের রূপে আমি মন দিলাম সঁপে
ভালোবাসায় যে ভাসবো যতনে রাখবো
      এই মনে তোমার সাধনা
       অন্তরে যত সব বাসনা
      মনের মাঝে তোমার বেগ।

      তোমার এলোমেলো চুল
       পড়াবো কাননের বকুল
     মধুকর বুকের রসালো ভুমি,
যে শাড়ির আঁচল উড়ে বেড়ায় অবিরল
দোল দোল দোলে উড়ে মনে পাল তুলে
       পায়ে রিনিঝিনি পায়েল,
       মন করেছে আজ ঘায়েল
      তোমার মনের গগণ চুমি।

রচনাকাল
১২।১২।২০১৪
ইউ এ ই ।