যে নদীতে জল বহে অবিরল
কখনো ঢেউ,সমতল,
মাটির পিঞ্জিরায় ছোট মোহনায়
কভু সুখ কভু দুখ পল।
যে আকাশ উদার ব্যাপক প্রসার
রং বদলের খেলা,
সময়ের পরিধীতে জীবন তরীতে
শত অভিনয়ের ভেলা।
যে ঊষার আলো লাগে কত ভালো
দিনের প্রহর শুরু,
সন্ধ্যা আঁধারে ঘন কালোর চাদরে
আকাশ বাতাস তরু।
যে জীবনের স্বাদ কভু হয় অবসাদ
ছোট খাট দিল ভুলে,
হারানোর যন্ত্রণা সেকি বড় বেদনা
পাল তোলা নদীর কূলে।
যে জলে ঝড় মহাতান্ডবের আচর
মনের কোণের মতি
সে হৃদয়ের কূলে ভালোবেসে ভুলে
অতীত পাষান হৃদয় জ্যোতি।
যে ছোট্ট একটি ঘর কে আপন,পর
চন্দ্রে সূর্য আলো দেয়,
সৃজনের স্বরলিপি মরণসংগীতলিপি
যিনি স্রষ্টা তিনি লিখেন ন্যায়।
রচনাকাল
১১।১২।২০১৪
ইউ এ ই ।