হৃদয়ে যুগান্তরে ,নীল কাগজে কালো কালির আঁচড়ে
শীতেলা নিশির উষ্ণ পরশে আঁচল পেতে দীপশিখা
জ্বেলে স্মৃতির সিক্ত মনিকোঠা থেকে তুলে নিবো মেনু,
একটা কবিতার বাসর সাজাবো বলে শূন্যশয়নে কাব্যে।
দ্বিধা নেই দুর্বল মনে কোণঠাসা বাংলা ভাষার মর্যাদা
রাখি অন্তর জুড়ে,শরীরে মনে,আবেগ অনুভুতিতে সদা
প্রেমের মায়াজালে বেঁধে কাব্যের তোয়ালে জড়িয়ে বুকে।
নির্দয় কাব্য দয়া কর,এসে ভর কর আমার গহীনে এই
আকুতি অজস্র সহস্রবিধ,তোমার প্রাঙ্গণতলে দিবসশর্বরী
আমি ভাসবো নির্বারিত স্রোতে তোমার মহিমার খোঁজে।
মনের গৃহে কাব্যের প্রাচীর দিয়ে দাঁড় করাবো একটা
সাহিত্য কুঠির,মরুবালুরাশির লাগামহীন তাপে জ্বলবেনা
রশ্নী যুবতীর আকাঁবাঁকা গিরিপথ,নৃত্যের ছন্দ নৃত্যালয়।
রচনাকাল
০৮।১২।২০১৪
ইউ এ ই ।