নববধুর মেহেদীর সুবাস ছড়িয়ে পড়ছে
ঐ মণিপুরের গ্রাম,
বাংলার বুকে চারিদিকে রক্তাক্ত প্রান্তর,
ধ্বংসস্তূপে উৎকীর্ণ ধাম।
ঘরে ফুলের রঙ্গিন বাসর সাজিয়ে বধু ,
ঘোমটা পেতে বসে,
চোখে মুখে সুখের ইঙ্গিত করছে খেলা,
আশার স্বপ্নের দেশে।
মধুময় রাতে সুখের গঙ্গায় প্লাবিত হবে
এমনি শত আশা,
হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়লো
সুখের উন্মুখ ভরসা।
বধু খুলে দিয়ে দ্বার,চিৎকার দিলো সার
বাঘ পড়েছে ঘরে,
লিকলিকে লম্বা নরপিচাশ পাক বাহিনী
বিবস্ত্র বসন ছিঁড়ে ।
নববধু গায়ে দীর্ঘতর রাত টেনেছে করাত
রক্তাক্ত ক্লান্তির জড়তা,
নিভে গেলো হায় সকল স্বপ্নের স্বরলিপি
ধ্বংসস্তূপে হৃৎপিণ্ড বারতা।
পড়ে আছে ঊষার আলোয় বধুর উলঙ্গ দেহ
বড় বাজারের উপর,
প্রাণ বায়ু শুধু ওপারে যেতে নাড়ছে কড়া
পৃথিবী যেন অপর।
রচনাকাল
৭।১২।২০১৪
ইউ এ ই ।