আজি জগৎ জুড়িয়া জল,বালি মাটি অবিরল
সৃষ্টির আকাশ বাতাস বহিয়া,
জীবনের রঙে নাচিতেছে পলে, নানান ছলে
তোমার সৃষ্টি মানব আছি চাহিয়া।
ভুবন সুন্দর ঘর আমরা সবায় আপনার পর
রশি ফেলিয়া রাখিয়াছ ছড়াইয়া ,
যখনি ডাকিবে আমায় ছুটিয়া যাইতে হইবে
মায়া মমতা সকল বন্ধন ছাড়িয়া।
এই আকাশ আলো,তৃষার শুভ্র কুয়াশা ভালো
ছোট জীবনের এক পান্ডুলিপি,
এমনি দিনে আসিয়াছি ভবে,পাঠিয়েছ তবে
তুমি লিখেছ প্রভু বিধিলিপি।
আজি প্রভাতের গান মনে মজিয়া রহিছে প্রাণ
বাসনা জাগিতেছে গৃহে বাঁচি বহুদিন,
যমুনাপুলিনে মাঝি সদা তরুলতা বৃক্ষ রাজি
প্রভু ভুলিবোনা না কভু কোনদিন।
ঝড় বাদলের রাতে জননী শীতের কাঁথা হাতে
আকুতি মিনতি করিয়াছেন ভবে,
পাঠিয়েছ আমায়,মায়ের জিহ্বা কষ্টের কামায়
আমায় পাইয়া সুখি হইয়াছেন তবে।
আজি জন্মদিনে মাকে মনে পড়িতেছে প্রতিক্ষণে
মাগো দূর দেশে অঞ্জলি করিতেছি তোমায়
জীবনের জয় গান দেহে থাকিবে যত দিন প্রাণ
আঁচলে লুকাইয়া রাখিও চির দিন আমায়।
রচনাকাল
৫।১২।২০১৪
ইউ এ ই ।