শৈশব-উচ্ছ্বাস রেখ সদা তোমার আঁখিতে
          আজ তুমি যৌবন বালা,
প্রাণপূর্ণ প্রেমের কলরবে মেতে আছি সদা
           গেঁথো বিনী সুতার মালা।

তোমার খোঁপায় রেখ গোলাপ ফুলের কলি
           আশাপূর্ণ যুগ যুগান্তরে,
জ্যোতির্ময় আঁখির অষ্ট নেত্র চাউনি আমায়
           মুগ্ধতায় ভরায় অন্তরে।

তোমার মুখে কালো তিলে চুলে,মায়ায় ভরা
            যেন আসমানের চাঁদ,
অগ্নি জ্বলে প্রেমের ধুমকেতুতে হৃদয় মাঝে
            র্নিঘুম কাটাবো রাত।

আজ ঐ গগনে অমবস্যা,তুমি অপেক্ষার দ্বারে
          মোমদীপ জ্বালিয়ে রেখো,
জনহীন রাত্রি দ্বিপ্রহরে আসবো চুপিসারে গো
         চোখের ভ্রমরে সুরমা মেখো।

শরীরে শাড়ির আঁচলে মুধুকর বুকে চেপে দিও
        মানচিত্র আঁকবো খোলা মাঠে,
রবি বাবু যখন উদয় হতে যাবে আলো ছিটিয়ে
        পুবের প্রভাত আকাশ পটে ।

তুমি যতনে রেখ এক ফোটা শিশিরের জল
         তোমার নূপুর পরা পায়ে,
অনন্ত হৃদয়-মাঝে অতৃপ্তির পূর্ণতা খুঁজবো
         প্রেমী মন দরিয়ার গাঁয়ে।
              
রচনাকাল
০৪।১২।২০১৪
ইউ এ ই ।