যতটুকু বর্তমান,এক জীবনে হয় না পূরন
    মন চাই বেঁচে থাকি হাজার বছর,
যে জীবনে সবায় মিলে ইমারৎ ডাঙা বিলে
    দুঃখ কষ্ট,সুখ জড়াক না আঁচর।  

যত দিন শ্বাস আছে মনের স্বপ্ন অভিলাষ
        অপূর্ণ স্বপন-সৃষ্ট মানুষেরা,
রাত দিনান্তের সমাধিতে খোঁজে জগৎ সাধে
        বেঁচে রয় সকল ইচ্ছেরা ।
        
এক পলকে জীবন তুচ্ছ শত মরণের গুচ্ছ
      কালো মেঘের গম্ভীর কণ্ঠস্বর,
যেতে হবে সব ছেড়ে,খাটিয়া সাজা ওরে
       ছোট জীবনের রঙের সফর ।


        

রচনাকাল
০২।১২।২০১৪
ইউ এ ই