তোমারি পানে যখনি দেখি,
শুভ্র মেঘে ধারা,
নীল আঁচলে মুখের বুক ঢেকেছ
নদী ঢেউ হারা ।
আলতা পায়ে নূপুর বাজে
চম্পা বটি বনে,
সুদূর জলে যেন ডুবছে রবি
থেকো মোর সনে।
সাঁঝের আলো শুয়েছে জলে
লাজুক ঝিকিমিকি,
তোমার কালো চুলের সুবাস
বুক করছে ধিকিধিকি।
ঐ দূর আকাশে পাখি উড়ে
মিশে কিরণ মাঝে,
নীরব মনে শুধু সৌরভ খোঁজে
সকাল দুপুর সাঁঝে ।
সেই শিশির ভেজা উষার অধর
যেন ডাইমন্ডের খনি,
একটু পরশ স্রোত গা ভিজে যায়
যেন সৃষ্টি প্রলয় মণি।
তোমার ভ্রমর পাড়ে মুক্তা খুঁজি
মনের আলো জ্বেলে,
লুকানো প্রেমে আজ ঝড় উঠেছে
কি যে মায়ায় তলে !
নীলাকাশের মহাক্ষেত্র তোমার মুখে
যেন অগ্নিময়ী রূপ
বাষ্পময় ভাবের প্রেমে,মন মজেছে
আমার প্রেমের স্বরূপ ।
রচনাকাল
০১।১২।২০১৪
ইউ এ ই।