যখন আসলাম ভবে তখন দেখলো সবে,
কষ্টমাখা ক্ষণে মায়ের হাস্য বদন,
প্রসবের যত ব্যাথা নিমিষে হরন হলো সেথা
আঁচলে ঢেকে রাখা আমার কাঁদন।
তখন মধুর উলুধ্বনি,আযানের প্রতিধ্বনি শুনি
ভেসে ভেসে আসে মন সীমানায়,
কোন ধর্ম আমার ঘর কোন ধর্ম আমার পর
ভাবতে পারিনি জীবন মোহনায়।
যখন বুঝতে শিখি জীবনের ছবি আঁকি তখন
সনাতন ধর্ম নিয়ে আমার বাস,
মনে সাধ জাগে অন্য ধর্মতে কি আছে সেথায়
পড়ে জানতে চাইলাম আঁশ ।
অমৃত অক্ষরে কোরআন,অমৃত অক্ষরে সনাতন
আমি পাইনি কোন ভেদাভেদ,
সব ধর্মতে একই কথা নীতিকথার শুভ বারতা
তবু মানুষে মানুষে কেন জেদাজেদ?
আমাদের পাঠিয়েছেন যিনি এক অদ্বিতীয় তিনি
তবু আল্লাহ,ভগবান,যিশু নামে ডাকি
সকল প্রাণে তিনি আছেন ভবে যতদিন বাঁচেন
আসুন তাঁর নাম টা এই বুকে আঁকি।
রীতিনীতির খেলা শুধু কিছু ব্যবধানে কাটে বেলা
তোমার,আমার নিয়মের কিছু ভাগ,
খুঁজে নাও বেদ বাণী তুলে নাও কোরআন খানি
সেথায় আছে ভালোবাসা,রাগ,অনুরাগ।
ভালোবাসা খুব কাছে টানে রাগ এ শাসন মানে
অনুরাগে তুষ্টি পাই জীবন ভরসা,
করোনা জাতের ভিবেদ স্রষ্টার সকল সুবেদ তথা
জীবনের মানে খুঁজে পাবে সহসা।
রচনাকাল
২৭।১১।২০১৪
ইউ এ ই ।