যখন আমার যাবার সময় হবে,তখন
  পারবে না আমায় ধরে রাখতে,
  সন্ধ্যাতারার তারার সেই তারাটা
হয়তোবা আমায় দেখে সুখে হাসবে।

আমি প্রতিদিন মরি,ঘুমের ঘোড়ায় চড়ি
      হোঁচট খেয়ে জেগে উঠি,
      যদি এমনি হতো যেদিন
আমার যাবার পালা খাটিয়ার শব্দে টুটি।

হরি নামে বলি,আযানের সুরে,নামাজে
     শুধু আরতি তোমায় প্রভু,
    যে কোন ক্ষণ আমায় ডাকবে
ভবের পাঠশালা থেকে,ভুলবো না কভু।

আমি হিন্দু, আমি মুসলিম,আমি খ্রীষ্টান,
        করিনি কোন ভেদাভেদ,
        বড় পরিচয় আমি মানুষ,
তোমার সৃষ্টি,গীতা,বাইবেল,কোরান বেদ।

রক্ত শুকিয়ে দেহ নিথর হবে মাটির ঘরে,
        আত্না বেঁচে রবে চিরকাল,
         নতুন জামা আসবে পড়ে
ফুটবে কাননে আরেকটি নতুন ফুলে সকাল।

পাড়া-পড়শী মনের প্রতিবেশী কেঁদে-কেঁটে
        হয়তো ভুলে যাবে এক সময়,
        পাঠিয়েছ আমায় বসুধার বুকে
প্রভু সুন্দরের সুধায়,আমি  যে ভেবে তন্ময়।

চলে যেতে হবে সকল ছেড়ে যখন ভাবি মনে
        তখন শ্বাস প্রশ্বাস বেড়ে যায়,
         ভালো কিছু সৃষ্টি করে যাও
মানব,ভবের সংসারে মরণ যে অতি সত্য তাই।

রচনাকাল
২৩।১১।২০১৪
ইউ এ ই ।