আমি
          তোমার দুটি চোখের কোণে,
          ভাব  দেখেছি আমার সনে
          ঐ দূর নীল আকাশের তারা,
          চাঁদের রূপ আজ হার মেনেছে
          শুভ্রতায় মনে বান ভেসেছে
          তোমার নিঃশ্বাসে পাগলপারা।
সে
           যে চোখে'তে ভাব দেখছো
           শিল্পীর রঙ্গের ছাপ বুঝেছ
           সে তো মায়ারী কোন আঁখি,
           যে নীল আকাশে শুভ্র মেঘে
           অহর্নিশ থাকে রূপেরা জেগে
          আমি কেমনে তা ঢেকে রাখি।
আমি
         ওগো ঢেকো নাগো আঁচল তুলে
          আমি হারিয়ে যাবো সবই ভুলে
          বৃথা  দিও না গো কঠিন সাজা,
          মনের সাথে আজ মন বেঁধেছি
          মৃদু হাসিতে তোমায় ফুল ধরেছি
          ভুলো না আমি যে মনের রাজা।
সে
         তোমার মিষ্টি কথার দুষ্টামীতে
         ভাবছি কেন যে মনের সাথে
         আমার আঁখিপানে চেয়ে দেখ,
         এই প্রেমবরিষার লাজুক স্রোতে
         কেন লাজময়ী ভাসে দিনে রাতে
        এই মনকে খুব যতন করে রেখ।
আমি  
         আমার মন ফুরফুরে ফুর্তি নাচে-
         এই মেয়ে একটু আসো না কাছে,
         আকুল নয়ন মেলে তোমায় দেখি,
         কপালে লাল টিপখানি উজ্জ্বল রবি,
         আমার মনে তোমার সোনার ছবি
         তোমায় দেখবে কতনা যতনে রাখি।
সে
          যে প্রেমে আজ ঢেউ খেলেছে
          মন পাখি যে মনে ডানা মেলেছে
          চল উড়ে চলি ঐ দূর সীমানায়,
          যে নদীতে মনের তীর ধরেছে
          হিমেল হাওয়ায় পাল তুলেছে
          দু'ই জনে মিশে যাই মোহনায়।
        
          
        
রচনাকাল
২৩।১১।২০১৪
ইউ এ ই ।