ঊষার আকাশে কুয়াশা হেসেছে
     রবির আলোর রং
শিশির জল গুলো ঝরে পড়ছে
     কন্যা করছে ঢং ।

শিশির পরশে ভিজিয়ে  নিলো,
    লালাভো অধরখানি,
সুরমা মাখা আঁখির চরে যেন
      রূপের চমক মণি ।

পায়ের নূপুর বাঝে ঝুমুর তালে
       টিং টাং টিং টাং,
গ্রাম্য মেয়ের  অবাদ চলন শুধু
      ছঞ্চলতা ডিং ডাং ।

নজর পড়লো গ্রামের দুষ্ট ছেলের
       মিষ্ট কথার জাল
কাথার  ফাঁদে চকলেট লোভে
      দেখাচ্ছে বেসামাল।

পাশের ঐ গভীর বনে চিৎকার শুনে
     পাড়াপড়শী  ছুটে গেলো,
রক্তাক্ত দেহ কন্যা পড়ে রইলো সেথা
       নিভে গেলো আলো ।



রচনাকাল
২১।১১।২০১৪
ইউ এ ই ।