আমি মানুষের কথা বলি চল হাত ধরে চলি,
চলতে চলতে বলি,ধর্মজাতি কিসের ব্যাবধান!
যে শিরায় তোমার লাল রক্ত,ভেদাভেদ অভিশপ্ত
হিন্দু বৌদ্ধ কি রাখেনি জগতে কোন অবদান?
মসজিদে ইমাম সাহেব গেয়ে যান আযানের সুরে
জাতির কল্যাণে মানব মনে বলে যান কত সাহারা,
ঐ মন্দিরে পূজারী পূজা দিয়ে কাঁদেন মঙ্গল সাধনে
স্রষ্টার কাছে মিনতি করতে করতে সদা দিশেহারা ।
যে ভাবে জন্ম তোমার,আমার বিধাতার নিয়মে
স্রষ্টা খুঁজেন'নি কভু মানবে জাতি ভেদের স্বরলিপি
মানুষের মাঝে মানবতা খুঁজেছেন ভালোবাসা দিয়ে
তবে মিছে ভাবছ কেন আজ যা লিখেছেন বিধিলিপি।
কেন এই ঘাত প্রতিঘাত সংখ্যালগুর আঁচল তলে
হীন মনে ভাবো ওরা সমাজের নিছক ছোট জাতি,
কিসের ক্ষমতা,কিসের বারতা দেহ বলে তেড়ে
তোমাকে ও যেতে হবে,অসহায় ভাবছ ওরা তাঁতি।
মানব মনে দানব কেন? উড়িয়ে দাও ঐ আকাশে
যেখানে ভেসে বেড়ায় তোমার আমার শ্বাস-প্রশ্বাস,
মিলেমিশে তারা জেগে আছে সারা বাঁচানোর তাগিদে
আমাদের দেহে,যেখানে মানবতায় ঘেরা অভিলাষ ।
রচনাকাল
১৭।১১।২০১৪
ইউ এ ই ।