চুমি এঁকেছি এই বসুধার বুকে ,হৃদয়ে উঠেছে দ্রবি
আঁধার কাটিয়ে আলো তে ফিরে এলো ঝলমলে রবি।
প্রভাতের কোমল পবনের আঁচড় বয়ে যায় নিরবধি,
চোখে মুখে ছড়ায় রঙিন গতি,শুরুয়াত নব দিন জ্যোতি ।
দূর হিঙুল-মেঘে,মনের আরশে,আলো করছে কত খেলা,
তুষারের জল ঝরে ঝরে পরছে,ক্রমশ বাড়ছে বেলা ।
ভোরের আলোয় নতুন রূপে সেজেছে,ধীরে ধীরে রৌদ্রদাহে ,
বিশ্ব পেয়েছে সুনির্মল,সুশ্যামল,লাভা দিনকার এই প্রভাতে।
সুরুজের সিঁথিতে সিঁদুরের রঙে রূপে রূপে সঞ্চারি,
পথে ঘাটে মাঠে,শ্রমিকরা গায় গান ভাটিয়ালি জারি সারি ।
সোনালি আলোয় ধানের শীষে,চাষীর আনন্দের অলংকার,
মাঠে মাঠে থৈ থৈ পাকা ধানের গন্ধ,বাংলার অহংকার ।
প্রভাতের দারুণ রূপের সুধা,যেন জয়ী পুরুষের তরবারি,
ছুটে চলে সবায় জীবিকার তাগিদে,পরিশ্রমী পুরুষ, নারী।
অফিস আদালতে পরে চা'এর ধুম,টাটকা গরম গরম,
এক খানি পত্রিকা,আর তৃষা ভরা চুমুক,মনটা পরম পরম।
রচনাকাল
১৬।১১।২০১৪
ইউ এ ই ।