অস্পষ্ট কুয়াশায় তোমার ছবি প্রস্ফুটিত ফুলে
স্মৃতির বাষ্পে তির্যক মানবসত্তা অসীম প্রেমে ঝুলে।
স্মৃতির মৃদু গন্ধে ভাসে ,কভু প্রাণ হয় চঞ্চল,
বুকভরা নিঃশ্বাস,আশার প্রশ্বাস,উষ্ণতায় ছল ছল।
রঙিন বসন গায়ে বিছিয়ে, লাল ফিতা খোঁপায় ,
জাম কালো চুলের বাহার ছড়ায়,স্বপ্নের আঙিনায় ।
উৎকর্ণ সকাল বিশ্বরূপে কাঁপে সূর্যের মহিমায়,
প্রতীক্ষিত মন সেই শুভক্ষণ কবে আসবে যৌবন মোহনায় ।
ঐশ্বর্য ভরা তোমার মনে,নিশ্চল রথের চাকা,
তুমিহীন জীবন মুহূর্তে অবসন্ন ,কালো মেঘে ঢাকা ।
মনের প্রচ্ছদপটে তোমার ছবি,রঙ তুলিতে আঁকি,
দুচোখে আজ বিকশিত কামনা,রুদ্ধ শ্বাসে ডাকি ।

রচনাকাল
১২।১১।২০১৪
ইউ এ ই ।