যে দিন আবার আসিবো আবার লিখিবো
জন্ম-জন্মান্তরে বলিয়া যাইবো কথামালা,
সদা শীতের চাদর হইয়া ভূবন জাড়াইবো
সুদর্শন উড়াইবো সাঝের পবনে সন্ধ্যাবেলা।
খুঁড়িয়া লইবো যত বালুকারাশি সুখ-দুঃখে
আমি তাহাতে করিবো ন্যায়ের কাব্য চাষ,
দিনান্তের ক্লান্ত রবি যতই নামুক না গভীরে
আমি সেচন করিবো খেলিবো কবিতা রাশ।
জগত বৃন্দাবনে যেথায় ঘটিবে হীন অসঙ্গতি
আমি চাহিবো কবিতায় গাহিতে জীবন গান,
যে গানের সুর করিবেন ঐ অন্তর্যামী বাউল
রাখিবো শত সহস্র সংকল্পে ভরা তাঁহার মান।
ভবের এই আরশি নগরে যদি এ ফুল ফোটে
আজি প্রতিজ্ঞা করিতেছি কবিতায় সারা বেলা,
আত্মভোলা বসন্তের শুক্ল সন্ধ্যাবেলা লিখিবো
সুবাসে সুবাসিত করিবো জীবন নদীর খেলা।
রচনাকাল
১৩।১১।২০১৪
ইউ এ ই ।