অন্তর্যামী তুমি যে জগৎ পিতা
  সবার অন্তর মাঝে বাস,
   ভালো- মন্দের  খেয়া
ঘাটে অন্তরবিদারণ কষ্ট রাশ।

আমার অর্ঘ্য সোনা অতি অবুঝ
    মিনতি করি তোমায়,
     কষ্ট তাপে গা ভরা
সেই কষ্ট  গুলো দাও আমায়।

তার মনের ক্রন্দন হাহাকারে
     কষ্টে বক্ষ যে ফাটে,
      আকুতি করি ওহে
বিশ্ব বিধাতা ভাসাও সুখের হাটে।

প্রভু অধিক তাপে গা' ফেটে যায়
      এত টুকুন এক ছেলে,
      কি করে সে সইবে বল
জ্বরের দুয়ারে কেন এমন নিলে ?

হাসি ভরা তার চাঁদ বদন খানি
     অহরহ মনের গৃহপানে,
     নিত্যনূতন খুশির ঘরে
প্রদীপ জ্বালো ভাসাও সুখে প্রাণে।

ক্লান্ত  হৃদয় বেদনার ঘরে বসে
       প্রার্থনা করি সারে,
      অমৃতবৃষ্টি দাও ছিটিয়ে
আমার পরান মানিক রতন টারে ।

রচনাকাল
০৯।১১।২০১৪
ইউ এ ই  ।