চিত্তগগনে আজ নিশ্চল নীরবতা,নিত্যহীন ধড়কন
কল্পনার আকাশে রঙিন স্বপ্ন,কেঁদে মরে পুড়ে মন।
সময়ের ঘিরি নীরব হিমগিরি অচল যেন সব স্মৃতি
উন্নত মন আজ হল নতশির,তোমার কোমল প্রীতি।
সোহাগে,আদরে ছিলো ভরপুর মন,তোমার উষ্ণ আলিঙ্গন,
মর্ম গভীর হৃদয় কোণে শৈবাল জমেছে বিকীর্ণ আকিঞ্চন।
চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে মন অস্থির সর্বভুক ক্ষণে
শ্রাবণের বৃষ্টিধারা যেন চৈত্রের তাপে দগ্ধ করে,স্বপ্ন ভরা মনে।
মৃত্যুহীন ধমনী ধূ-ধূ করে চেরাপুঞ্জি্ মনে মূর্ত শিহরণে,
নিষ্ঠুর সান্ত্বনা খুঁজি দৃষ্টি ফেলে আকাশে,আশ্বাস আহরণে।
উষার আলোর উদিত রশ্মি,স্পর্শ করে,স্বপ্ন দিগ্বলয়ে,
তুমি ফিরে আসবে,ভোরের আলোর মত বিশ্বাস মনালয়ে।
উদিত রশ্মি অস্ত গেলো,আবার ফিরে এলো দিন বদলের উষায়,
মিলনকুঞ্জে তুমি ফিরে এলে না নির্নিমেষ অপেক্ষা অশ্রু শ্রাবণধারায়।
রচনাকাল
০৬।১১।২০১৪
ইউ এ ই ।