আমায় আড়াল থেকে লুকিয়ে দেখা
ভালো না।
হৃদয় মাঝে চেপে বসো
একটু মুচকি চুমকি হাসো
নীল শাড়িতে নিলাভো নাচো
পায়ের পায়েল সুর তোলো
এলোকেশী চুল দোলাও
আঁচল নামের ঘুড়ি উড়াও
ফিরে আসো আমার মনের কোণে
লুকিয়ে দেখা চলবে না ।
আকাশের ঐ ধবল চাঁদ টি তোমায় দেখে
লাজে হাসবে না ।
অমন আড়াল থেকে ভালোবাসা
ভালো না।
ভোরের কোণে লাজুক আলো
জানি আমায় তুমি বাসো ভালো,
নীল নীলিমায় ঝমকালো
পরশ প্রদীপ সুখ জ্বালো
তোমার চাউনি বিশ্ব মাতালো
স্বপ্নে আঁকা নবীন ছবি!!
রং তুলিতে আঁকবো আমি
তুমি আমার সব'চে দামি
জানেন ঐ অন্তর্যামী
তোমার জন্য হতে পারি বিনদাস নামী।
তবু ও এমন লুকিয়ে থাকা চলবে না
আমার মত ভালো কেউ বাসবে না।
অমন না বলা কথা গুলো মনের গহিনে রাখা
ভালো না ।
ঐ আকাশে চাঁদ উঠেছে
সবার আগে এই মন জেনেছে
তোমার মন টি আমায় চিনতে শিখেছে,
তবু কেন তুমি আপনার অন্তরালে থাকো ?
এক পা দু'পা করে সামনে হাঁটো
মনের সুখ দুঃখের সুখ বাটো
জীবন করো পরিপাটি ,
এমন লুকোচুরি,আর ভালো লাগে না
শুকতারা খোঁজে আলো'র নিশানা
আমার প্রেম যে বড় খাঁটি ।
তবু ও এমন লুকিয়ে থাকা চলবে না
আমার মত ভালো কেউ বাসবে না।
রচনাকাল
০২।১১।২০১৪
ইউ এ ই