আমি চকিত নয়নে এক বার দেখি
তুমি বার বার দেখো সেকি বল প্রেম,
হৃদয় জাগে মূর্ত শিহরণে অবিরাম
অবরুদ্ধ উন্মাদনা জীবন বুঝি গেইম।
তুমি ধনীর দুলালী আমি পথের পাঁচালী
শুষ্কমুখে আঁধার ধোঁয়া উড়ে উড়ে যায়,
হোক্না কেন যতই প্রেম ঐ মনে সদা
সময়ের প্রয়োজনে তুমি বলবে নিরুপায়।
তখন রোগগ্রস্ত মনের হবে অদ্ভুত মরণ
শত হাসি শত আশা উড়ে যাবে আকাশে,
স্বপ্নেরা করবে উপহাস আমায় যতনে
কালো মেঘে বজ্র নেমে,জীবন ফ্যাকাশে।
একি করলে হায়!! উড়ালে কেন ছাই ?
কেন এলে এ দুর্বল মন পৃথিবীর তরে ,
তোমার বাবার সেই হায়নার দল এলো
বুঝি এক্ষনি'ই আমার ছোট্ট জীবন ঘরে।
সেই এলে থেকে গেলে আমার জীবনে
এক এক করে শিখলাম জীবন স্বরলিপি,
বাস্তবতা বড়ই কঠিন জীবন সংগীতস্রোতে
অধ্যাবসায় লিখে দিলেন বিধি,বিধিলিপি।
বদলায় সময় বদলায় রং ক্ষুদ্র জীবনে
খেটে পেটে কেটে গেলো কত যে বছর,
দুই সন্তানের জনক-জননী হয়ে আগমন
অভাব হীন ঘরে অসীম প্রেমময় আসর।
রচনাকাল
০১।১১।২০১৪
ইউ এ ই ।