কত দিন কত মাস বসন্তের ঘরে
প্রবাস কাটে বেলা,
বরষার গান শুনি
স্বপ্নের জাল বুনি,মৌনতার মেলা।
কষ্টের কানাকানি উদাসী হানাহানি
গর্জন করে মন
কাঁপা ঠোঁটে কাঁপি
আমি পরিতাপী,সুখ যেন বিসর্জন।
চাঁদের হাসি মুখখানি দেখি এক্ষনি
যখন লিখি কবিতা,
পায়ে পাল তোলে
আবেগী দেখার ছলে,সুখের সবিতা।
প্রিয়সিনী কথার ছলে বলে অবিরলে
দেখে যাও পৃথিবী,
তার হাসির ঝন্ঝন্
মন করে তনমন,সুখের দোলায় প্রতিবী।
প্রাণকোলাহল করে উড়ে যাই পাখিদলে
ডানা মেলে ঘরে,
রঙ্গিন ডানা বাঁকা
মনে ছবি আঁকা,সকল সুখ ঐ চাঁদ ভরে ।
যে চাঁদের হাসি বড় ভালোবাসি অন্তরে
আছে সহস্র আশা,
আশার বাসা বুকে
ভাসবো তোর সুখে,আসছি ফিরে সহসা।
রচনাকাল
৩০।১০।২০১৪
ইউ এ ই