অ-অন্তর্যামী জানেন অন্তরের কথা সকল ভিতর বাহিরে,
অ-অপরূপ রূপে গড়েছেন তোমায় তাঁর জুড়ি নাইরে।
আ-আঁধারের মাঝে কেন কর বাস অন্যের ক্ষতি করে রে?
আ-আপনারে চিনতে শিখো মোমদীপ জ্বেলে,মানব মনের ঘরে রে।
ই-ইহলোক ছেড়ে যে দিন যাবে পরলোকে যমের যাত্রী হয়ে রে,
ই-ইমন স্বপন তপন ওরে কাঁদবে না কেউ তোদের তরে রে।
ঈ-ঈশ্বর বলো আল্লা বলো এক ও অদ্বিতীয় এক জন রে,
ঈ-ঈমান রাখো বাইবেল মানো মানব মনে চরিত্র বড় ধন রে ।
উ- উজান ঘাটের পাল তুলে হাল ধরবে সমাজ মানব রে,
উ-উঠিয়ে দিলি যাদের ঘর বাড়ি সতী নারীর পতি রে ।
ঊ-ঊনিশ,কুড়ির ঐ মেয়েটি করলো কি এমন ক্ষতি রে,
ঊ-ঊর্ধ্বে আগে মানবতা অথচ সতীত্ব কেড়ে বক্ষ ছিঁড়ে নিলি রে।
ঋ-ঋতুর আলোয় ভেবে দেখ না ওরে জীবন পথের আলো রে,
ঋ-ঋণ পরিশোধের দোয়া শুধু গীতা-কোরান,নামাজ,পূজার তরে রে।
এ-এই ভূবন মাতানো রূপের ঘরে নোংরা মনে থাকিস কেন রে?
এ-এ জীবন ধন্য কর স্রষ্টার চরণ তলে মন্দ ছেড়ে ভালো কাজের ঘরে রে।
ঐ- ঐ আকাশে মেঘ জমেছে গৃহপানে বদলে নে জীবন ধারা রে,
ঐ- ঐ আলোর নিশাণ গিরির শিখর রশি দারুণ সুখে ভাসবি রে ।
ও- ও মানব তোর বিধিলিপি লিখেছেন কোন এক গুণী রে,
ও-ওঠা ওরে  মানব তরী যেই গুণে পাল্লা ভারি রে ।
ঔ-ঔজ্জ্বল্যে ভর তোর মানব জীবন ষড় রিপুর গভীরে,
ঔ-ঔদ্ধত্য রূপে উন্মাদনা ছাড় না মন ভালো কাজে নিজেকে সাজা রে ।

রচনাকাল
২৯।১০।২০১৪
ইউ এ ই।

বিঃদ্রঃ-  প্রিয় শ্রদ্ধাভাজন সকল কবিগণ এবং পাঠক /পাঠিকা মহল আজ-অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ দিয়ে স্বরবর্ণের আলোয় আমি কবিতা কে দেখার চেষ্টা  করেছি মাত্র ।কেমন লাগলো জানালে  খুশি হবো ।