আরো বেশি দিন বাঁচতে ইচ্ছে করে
      জীবন্ত হৃদয়-মাঝে ক্ষত,
      চন্দ্রের আলোর রশ্মি খুঁজি
চৌদিকে রাহাজানি ক্ষমতার দাপট শত।

অসহায় মানুষ আজ ভয়ে শঙ্কিত মনে
     লিখতে চাই ভরসার কবিতা,
     সাহস যোগাবে মনে কষ্টের
দিন গুলোর পথে শুনাবো স্বপ্নের সবিতা।

যারা নিত্য করে হানাহানি এই সূর্যকরে
     কবিতায় তাদের বলে যাই,
    এই সংসার মোরা ক্ষণিকের
তবু অত্যাচার নিপিড়ন করছ কেন ভাই?

ঠাঁই লও ওরে দানব মানব স্রষ্টার ঘরে
     যে ঘরে শুনায় শান্তির বাণী,
      যত পাপ মুছে যাবে শত
ভক্তিতে  ভগবান কল্যাণ বইবে আনি ।

পুষ্পিত কাননে  ফুলের  সুবাস ছড়ায়
     সুগন্ধে আলো বইছে রাজে,
     সেই আলোয় বিকশিত কর
হে মানব মুমিনগণ সব ভালো কাজে।

ক্ষমতার বলে করো না অহংকার পেশীতে
     আছে কত টুকু তোমার বল,
     যিনি অসীম ক্ষমতার মালিক
তিনি বসে  আছেন উপরে নীরব অবিচল।


রচনাকাল
২৮।১০।২০১৪
ইউ এ ই।