ওরে চল'রে চল পাল তুলে চল
ঈষান কোণে বাজে মাদল,
জেলে তাঁতি হাল ধরেছে কামার কুমার সঙ্গে আছে,
    যারা ধর্মনাশে মাঠে নেমেছে,
    মানব মনে আঘাত হেনেছে
দে'রে সাজা ঐ পথের রাজা,বিক্রম তেজে দেশের কাজে।

পাষাণপিঞ্জর যাদের বুকে
সর্বগ্রাসী সর্বত্রাসে
আত্মমাঝে কষ্টে নাচে নিধন কর,তাদের মূল সমুলে,
       ধর ভাই হাতের লাঠি
        ন্যয়ের পথে সুখ বাটি,
হৃদয় মাটি বঙ্গ খাঁটি নৈবদ্যে সোনার আঁটি,তাল তমালে।

ওরে জেগে উঠ তরুণ সমাজ
গীতা পাঠে- রোজা নামাজ
তুলে ধর বিশ্ব কূলে বঙ্গ দেশের মান যে দোলে সদল বলে,
     আমি স্বপ্ন দেখি ছবি আঁকি,
        ন্যায়ের পথে অন্যায় ঢাকি
চন্দ্রের আলোয় বাতি জ্বালি,যে জন পথের বাঁকে উল্টা চলে।

ওরে তুলে ধর সব বঙ্গবাসী
আলোর নিশান পতাকা রশি
যার ছায়াতে মায়ের আঁচল সুখের পথের ক্ষণ অবিচল,
   তরুণ সমাজ অরুণ জ্বালো,
    ছড়িয়ে পড়ুক গৌরব আলো
যে আলোয় হাসবে রাশি আমার এই বঙ্গবাসী,সুখ অবিরল।

রচনাকাল
২৭।১০।২০১৪
ইউ এ ই ।

বিঃদ্রঃ -"আমি আজ বিদ্রোহ করি"কবিতা টি দুটি খন্ডে আজ সমাপ্ত  করলাম।যাঁরা প্রথম খন্ড পড়েননি তাঁদের কে অনুরোধ করবো প্রথম খন্ড সহ পড়ে এখানে গঠন  মূলক  আপনার মুল্যবান মন্তব্য দেওয়ার জন্য।সবায় কে ধন্যবাদ ।