প্রেমের অমৃত পান করেছিলাম ,তৃষ্ণার্ত জাহ্নবী জলে ,
সরীসৃপ বন্যায় ভাসিয়ে দিয়ে গেলে জর্জরিত করে গেলে মনে ।
প্রেম প্রসব করেছিলো তোমার শত অনুনয়ের জের ধরে ,
বাসা বেঁধে ছিলো তনু মনে,
নিঃশেষে নিশ্চিহ্ন ক'রে দিলে পুতুল খেলার ছলে
তৃষ্ণার্ত কঙ্কাল,জীবন চলার পলে পলে।
কম্পমান প্রেমের প্রচ্ছন্ন অগ্ন্যুৎপাতে সাজিয়েছিলাম তোমার মন,
ভস্মীভূত করলে আশার সব বাণী, বিবর্ণ করলে জীবনের এই ক্ষণ ।
উর্বর করে নিব জীবন প্রণালী সংকল্প ছিলো মোদের মনে বাস ,
অথচ মূর্ছা গেল সকল স্বপ্ন, মন দিগন্ত অনুর্বর করে দিলে আজ ।
শুভ্র মেঘ ছুঁয়েছিল রশ্মিটুকু ,অজান্তে মনের বাম কোণে,
কিন্তু হঠাৎ কোন কালো মেঘের আঁচলে মুখ লুকালে
অচেনা মেঘের সনে।
মনের প্রচ্ছদপট ছিলো তোমার রূপে আঁকা জীবন স্বরলিপি
অথচ এ কোন অচেনা চিত্রকারিণীর রঙে সাজলে চেনা রূপ কে ভুলি ।
রচনাকাল
২৫।১০।২০১৪
ইউ এ ই ।