আমি পেয়ালায় দিয়েছি চুমুক বসে অভিমুখ,
ঠোঁটের কোণে লুকানো মধুর হাসি,
যে হাসিতে মুক্তা ঝরে পরান জুড়ায়
কালো তিলে ভরা মানস রঙ্গিনী মুখের শশী।
অনন্ত যৌবনে বাস তার দেহময় গড়ন সুধা
চন্দ্রের বুকে নতুন আলোকিত আলো,
যে আলোয় প্রশমিত করে হৃদয়টা কে
গভীর শিহরণে মাতে তাইতো বাসি ভালো।
লাবণ্যময় তার ঐ ত্বকের সুবাসে সুবাসিত
এলোমেলো খোলা কালো চুলে,
শাড়ির আঁচল উড়ে অবিচল টানে
মনে দোলা দেয় বলতে গিয়ে ও যাই ভুলে।
প্রভাতের আলোয় ঠিক করেছি জ্বেলে দিবো
তার প্রেমে আমার মনের দীপ,
হতভম্ব হয়ে আমি চমকে উঠি
যখন দেখি তার বাহুত জ্বলছে অচেনা প্রদীপ।
বুঝলাম,যখন হৃদয়ে প্রেম ধরবে ঘিরে নীরবে
ভালোলাগা ভালোবাসার অনুভবে,
ফেলে রেখো না জ্বালাও প্রেমকাঠি
সময়ের কাজ সময়ে জীবনে সফল হবে তবে।
রচনাকাল
২৪।১০।২০১৪
ইউ এ ই ।