যে প্রেম আমায় শিখালে তুমি,
বুঝেছিলাম প্রেমের নমুনা,
জীবন পাতার নড়বড়ে স্বপ্ন,
থেকে ভাসালে বক্ষ ফাটা যমুনা।
কথার ব্যাথায় কেঁদেছি কত রাত
সাথে থাকা কত সুখের ক্ষণ,
মনে পড়ে আজ সেই ছোঁয়া
তুমি ছিলে,আছো,থাকবে প্রিয়জন।
আজ শূন্যতার বাঁশি বাজে কষ্ট মনে
বাঁশির সুর উঠে পাষানী সুর,
সময়ের ব্যবধানে খুঁজে নিলে
তুমি অন্য মানুষ,চলে গেলে বহুদূর।
আমি ছিন্নমুকুল আজ ওরে মন পাখি
কথায় কথায় রেখেছিলে হাত,
সেই হাতের পরশ আজো ভুলিনি
নিঝুম রাতে ঘরে বসে কাঁদি কত রাত।
বিরহের গানে আর ব্যাথার কথার বানে
কষ্টের বুকে করি স্বপ্নগুলো চাষ,
নিঠুর ছলনায় কাঁদালে আমায়
প্রিয়া দুঃখ কষ্টে ঘেরা জীবন বারমাস।
অচেনা মনে বাসা বেঁধেছ ঘিরে থাকুক
এক জীবনের যত আশা-সুখ,
অন্য জীবনে অপেক্ষায় থাকবো
তোমার তরে প্রিয়া ভুলে যাবো যত দুখ।
রচনাকাল
২২।১০।২০১৪
ইউ এ ই ।