সন্ধ্যার হিমেল হাওয়ায় এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে,
আবছা আলো আঁধারে চিকচিক করছে যেন তার নাকে বড়ই ফুলটি,
কানের দুল'টি ও বেশ নড়াচড়া হীন ললনার নীরবতায় তবে,উজল দেখাচ্ছে
নীলাকালো মেশানো শাড়ির রং টা যেন আমাকে বড অবাক করেছে সেকি রূপ!!
ছাদের উপর দাঁড়ানো মেয়েটি আমাকে বড্ড আকোষিত করে গেলো,
আমি ছাদের অপর প্রান্তে দাঁড়িয়ে তাকে দেখছি
মনে সাহস নিয়ে কিছু বলার মনশক্তি ছিলো বৈকি,
কিন্তু তা যেন ঐ ক্ষণ টা আমাকে কিসে রুদ্ধ করে রেখেছে।
অনেক টা ক্ষণ কাটালাম নানান চিন্তায় ,ভাবনা ও ঢের !!
আমি অন্যমুখে দাঁড়িয়ে আছি,
হঠাত কার যেন আমার কাঁধে নরম হাতের পরশ পেলাম -
আমি পিছন ফিরে তাকাতেই যেন অবাক!!
মেয়েটি তার উজ্জ্বল দাঁতের শুভ্রতায় চঞ্চলতায় হেসে বলে উঠলো,
"এই দেখো আজকের সন্ধ্যা টা বেশ সুন্দর তাই না ?
কি সুন্দর তারার মেলা বসেছে ,দেখো চাঁদের পাশে কেমন সেজে আছে !!
ঘনআঁধার তবু ও এই সন্ধ্যেটা মনে হচ্ছে,বড্ড রোম্যান্টিক তাই না -
আচ্ছা,আমায় দেখো,আমাকে এই আমাকে,আমার মুখাগ্রে
আমার কপালের টিপ টা ঐ চাঁদের মত দেখাচ্ছে তাই না !!
আমার আঁখি দুটি যেন ঐ আকাশের তারা জ্বলমল করছে হিঃ হিঃ হিঃ
এই আমি কত কথা বলছি তুমি কিছু বলছ না কেনো গো সোনা ?"
আমার হৃদয়নীরে যেন কম্পন দিয়ে উঠলো
নীরবে ভুঞ্জনে অন্তরের শিরা-উপশিরা যেন থমকে গেলো,
ভাবতে লাগলাম অন্য ভুবনে -
হুট করে চমকে উঠে দেখি ক'জন মিলে তাকে জোড় করে টেনে নিয়ে যাচ্ছে,
আর মেয়েটির "শ্বাস-প্রশ্বাস প্রচন্ড ঘনাভিরাম,
আমাকে তাড়া করে ফিরছে,
আর আমি যেন সেই দিন প্রথম প্রেমে পড়েছিলাম,
কিন্তু কে জানতো প্রেমের নামে কোন অন্য এক প্রেমী তার শরীরে
চাষ করে গেলো অনাকাঙ্খিত প্রেমের ফসল- আজ সে উন্মদ...
শত কষ্টে দগ্ধ আজ অন্য মননে,
ধোকার ধোঁয়ায় চঞ্চল বক্ষ যেন ইন্দ্রিয়বন্ধ ক্ষণ মেয়েটির ।
প্রেম সে তো দু'টি মনের মিলন পবিত্র বন্ধন আর সেখানে যখন মোহ
কাজ করে তখন পাহাড় কেঁপে উঠে ভাঙ্গার ভয়ে স্বপ্ন আর তা ভাঙ্গবেই ...।
আর তা অপরিচিত জীবন অংকে ভুলের মাশুল,অংকে অমিল।
রচনাকাল
১৮।১০।২০১৪
ইউ এ ই।