আমি আবার হয়তো লিখবো কাগজে কলমে
স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণের আলোয় ক'টি কবিতা,
কুয়াশার ভোর,সন্ধ্যা বাতির আলো তুলে ধার
আলোকিত প্রেমে,নারী'র কাব্যকথার সবিতা।
যে দিন আমি অস্তচাঁদ হবো বয়সে ভরা তরী
নিভে যাবে প্রদীপের আলোয় আভা ঘেরা মন,
কেঁদে কেঁটে থাকবেন কিছুদিন আত্নীয় স্বজন
সময়ের ব্যাবধানে,হয়তো ভুলে যাবেন তখন।
আমার কবিতা'রা যত অসহায় রবে চিরদিন
আমি হীনা আমার পাতায় কে ফোটাবে ফুল,
শত আশা বুকে বাঁধি আবার আসবো ফিরে
হয়তো এই কাননে লিখবো প্রিয়ার কানে'দুল।
এই বাগানের মালি গড়েছেন যতনে শ্রম মুখে,
বিলায় শত শত ফুলের হৃদয় ছোঁয়ার সুবাস,
প্রসবিত হয় কত কলি থেকে অলি'র বাহার
মুগ্ধ হয়ে ভাবি শুধু ,মেটাই মনের অভিলাষ।
আরতি করি মুনাজাত ধরি ফের যদি কভু আসি
আমার মাঝে কবিতার লীলা হবে,সাহিত্য'কাব্যে,
লিখতে চাইবো জীবনের জয়গান কথাঁর বাঁকে
রাঙ্গা মেঘে শুভ্রতায় ভরা বিশাল মনের রব্বে ।
রচনাকাল
১৬।১০।২০১৪
ইউ এ ই ।