আমার হৃদয় জমিনে ঝর্ণা ধারা
উদাসী পাল তোলে,
মণিপুরের নাবিক খেয়া ঘাটে,
দোল দোল দোলে।
খেয়াল তাঁর আকাশ মেঘে কবে,
উঠবে ভীষণ ঝড়,
পাড়া পড়শী স্ত্রী, আত্নীয় স্বজন
সবায়কে করে পর ।
আকাশতলে ফুটলো কত ফুলে
কাগজের নৌকা হায়,
রশির টানে ছুটে যেতে হবেই
কষ্টে পরান যাই।
রঙ্গিন চশমা পড়ে আছে যাঁরা
হিন্দু-মুসলিম ভাই,
বৌদ্ধ খ্রীষ্টান সবায় মাটির গড়া
কোন ভিন্নতা নাই।
এ ভবে ছিন্নমুকুল সব প্রজাতি
মরন যেন আপন,
হিসেব নিকেষ কষে দেখো তুমি
কি করলে স্থাপন।
দিনবদলের কঠিন পালা শেষে
কি দিয়ে তুমি গেলে,
বহু বাসনার স্বরলিপি এ জনমে
সবই হিসাব মিলে।
সবার মনরে বলি ফুটাও অলি,
সর্বহারা যার কূল,
ন্যায়দণ্ডের পরশ মাখো তাঁদের
গৌরবে জীবন ফুল।
রচনাকাল
১৪।১০।২০১৪
ইউ এ ই ।