. হৃদয়ে প্রেমের দিন শিহরণ তুলেছে
অচেনা কাননে সুবাসিত করে গেলো মন,
ঝর্ণা ধারার শিশির জল ঢেউ খেলে গেলো
শীতল হলো প্রাণে মুগ্ধ সুখের ক্ষণ।
মানসী প্রিয়ার একেক চাউনিতে যেন
অনন্ত প্রেমের দ্বারে, ফুটলো সুবাসিত ফুল,
দিন বদলের পালায় বদলে গেছি স্বশরীরে
নিঃস্বার্থ প্রেমের দোলনায় খাচ্ছি দোল।
আজ আকাশে চাঁদ হাসলো,মনের ঘরে,
আজব দুনিয়ায় এই কেমন অনুভবের খেলা,
যে মনের কোণে বাসা বেঁধে আছে ভালোবাসা,
দারুণ সুখের প্রদীপ জ্বলে সারাবেলা ।
লাজময়ী প্রিয়া আমায় বেঁধেছে ঘরে
মনের তরে,আমি উজ্জ্বল স্বপ্নে ভাসা এক যুবক,
পৌষের শীতের ন্যায় কাঁপছি প্রেম জ্বরে ঘোরে
সিঁড়ি বেয়ে উঠছি স্তবকের পর স্তবক।
প্রেমের বুকে একটি সুন্দর মন গড়ে,
যে মনে সকল স্বপ্ন থাকে,শত আশা নিয়ে রঙ্গিন,
প্রিয়ার চোখের ভাষার কথা বলে মন দিবানিশি,
পরশ মাখানো ভালোবাসায় ঘেরা সঙ্গিন।
মনের মণিপুরে প্রেমের স্বরলিপির সুরে
আমি ভেসে গেছি মন রাঙ্গানো সুরের মোহনায়,
হাওয়ায় দুলি তার পরশ মাখানো ছোঁয়া অবিরল
মধুমাখা স্বপ্নসুখে প্রেম সাগরে শুভ্ররায়।
রচনাকাল
১১।১০।২০১৪
ইউ এ ই ।