আজ সক্কাল বেলা আমাদের সবার প্রিয় "কবিতার আসর"লগ ইন করে দেখি "নিয়মিত  কবি"&"নিয়মিত আলোচক" এই দুটি  কলাম নেই আমাদের মাননীয় এডমিন তুলে নিয়েছেন - এতে করে আসর কি কোন ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে নাকি উপকারে আসবে ? হে আসরের সম্মানীত কবিগণ আপনি /আপনারা কি ভাবে নিচ্ছেন বিষয়টাকে ? দুটি দিক বিস্তারিত আলোচনা করুন ।










আসুন ভাসুন কবিতায় হাসুন ,খুশিতে  থাকুন ।