ঠাকুম্মা আন্নে কই যান
হুনেন ক'খান কথা কই,
আঁঙ্গো ঘরে ভালা রাঁইনছে
খাইবেননি মুড়ি চিড়া দই ।
নাতির কথা হুনে ঠাকুম্মা
মিটমিটাইয়া হাইসা কয়,
কিরে নাতি তোষামেদ কিল্লায়
বুইঝলাম না তোর অভিনয় ।
ও ঠাকুম্মা আন্নের নাতিন বুহুত
সুন্দর,অ্যাঁরলাই পরাণ যায়,
মন চাই তারে বিয়া গরি
আর গোলাপীর গান গাই।
ওরে অ্যাঁর রসের নাতি
দেখছনি বিয়ার সখটা ক্যান,
অ্যাঁরে বুঝি হছন্দ হয় না
কিল্লায় নাতিনীর মিইক্কা ধ্যান।
ও ঠাকুম্মা আন্নের নাতিন
নাদুস নুদুস রসে ভরা ঠোঁট,
হিয়াল্লাই গইরছি হছন্দ
আন্নে দিলে অ্যাঁরে ভোট ।
ওরে নাতি হলায় যারে
নাতনি লাঠি লইয়া আয়ের ,
তোর কোঁচা ছিঁরিয়ালাইবো
অ্যাঁয় ভাইরে যাইয়ের ।
রচনাকাল
১০।১০।২০১৪
ইউ এ ই ।
বিঃদ্রঃ কবিতাটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লেখা ।যদি কারো বুঝতে সমস্যা হয় আমি ব্যাখ্যা করে দিবো ।