আমার মনের কোণে নতুন স্থানে
        বাঁধলে তুমি ঘর,
অচল স্মৃতিদের  ভুলিয়ে দিলাম
       দারুণ সুখের স্তর।

তুমি গাইতে যখন সুরের  টানে
         মনে জাগে ঢেউ,
অনেক কষ্টে বুকে রেখেছি চাপা
      জানলো নাতো কেউ।

তোমার দারুণ সুরে কবিতা লিখি
          ছন্দে বাঁধি আশা,
সেই কবিতা তোমার কন্ঠে ভাসে
          মধুর ভালোবাসা।

মনের  অনুভবে  গীতিকাব্য  লিখি
         তোমার সুরের টান,
মাধুরী মিশিয়ে তুমি গাইয়ে দিলে
         আমার বুকের প্রাণ।

তোমার শ্রোতারা সুরের জাদুতে নাচে
        যেথায় মনের কথন,
লিখে গেছি কত মনের কথা তোমাকে
        আমার মনের মতন।

কোন এক গানে লিখে ছিলাম যতনে
          চাই একরত্তি সুখ,
বুঝতে পেরেছ স্বরলিপির মধুর টানে
        ঝাঁপিয়ে পড়লে বুক।

বিশ্ব যখন কাঁপছে তোমার গানের সুরে
            সুখে ভাসা মন,
কে  জানতো  সেই সুখ কাঁদিয়ে যাবে
            মনের রক্তক্ষরণ।

আমার গীতিকাব্যরা সাক্ষী রইলো যার
            জন্ম তোমার গলে,
আমি জানি তারা তোমায় মনে করাবে
             ছন্দ কথার তলে।

রচনাকাল
০৭।১০।২০১৪
ইউ এ ই