.   আসিতেছে শীত গাহিবো গীত
খড়ের স্তুপে তোমারি আঁচল পাতিয়া,
মশালের  আলোয়  দেখিবো তোমায়
    ঠকঠকে কাঁপুনি অধর ধরিয়া।

   ধরিবো হাতখানি রূপে রুক্মিণী
এলোমেলো খোলা চুলে শুঁকিবো ঘ্রাণ,
হালকা বসনে কোমল শরীরের গড়নে
   আমি খুঁজিয়া লইবো মন-প্রাণ।

   প্রাণে অরুণ জাগে প্রেম পরাগে
শীতের কুয়াশায় ভেজা-ভেজা বসনে,
আমি চুষিবো জল,সোনার পায়ে মল
  মনে ফোটাইব ফুল বক্ষ আসনে।

   আসন পাতিবো তোমারি কোলে
মুখখানি  ঢাকিবো তোমারি নাভি দ্বারে,
খুঁজিয়া লইবো কাঁটা গোলাপের সুবাস
   দারুণ শীতেলা রাতে অভিসারে।

   অভিসারে ঢেউ জানিবে না কেউ,
লক্ষ ঝিঝি পোকা উড়িয়া দিবে পাহারা,
হাসি উচ্ছ্বাসে কাটাইয়া দিব কুসুমকলি
     রঙ্গে বিভল সঙ্গ সঙ্গিন সাহারা।

    সাহারা দিবে তোমারি অম্বরখানি
হাসিয়া হাসিয়া লাল ঠোঁটের গাঢ় বাহারে,
শীতেলা অনলে  দগ্ধ  করিবো প্রেমানলে
   আমারি বুকে গদগদ প্রেম তাহারে।
  

রচনাকাল
০৬।০৮।২০১৪
ইউ এ ই।