অভিনন্দন অভিনন্দন - অভিনন্দন
আমাদের আসরের সবার প্রিয় কবি কাব্যমনা সাহিত্যসম্রাট পলক রহমান ভাইয়ের ৯টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় - প্রকাশিত কাব্যগ্রন্থ সমুহ নিন্মরুপ -
১। কবচ
২। মধ্যরাতে কাকের ডাক
৩। ভাংগা আয়না
৪। তোমার জন্য
৫। হৃদয়ের গান
৬। শব্দ প্রহরী ( এ কাব্যের জন্য দক্ষিনে উভয় বাংলা বিখ্যাত কবি সম্মেলনে সম্বর্ধনা, ম্যাডেল ও ক্রেষ্ট প্রাপ্ত তিনি)
৭। নিরাপদ সড়ক চাই (অভিনেতা ইলিয়াছ কাঞ্চন মোড়ক উন্মোচন করেন এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাব্য গ্রন্থ এটাই প্রথম বাংলাদেশে)
৮। প্রবারণা পূর্ণিমার ছাদ
৯। প্রেম ও ভালবাসার সাত কাহন
১০ম কাব্যগ্রন্থ প্রকাশের মুখে -আগামী ২১শে বই মেলায় আসতে পারে, উনার এই প্রয়াসে আমরা গৌরবান্নিত ।