ক্লান্ত হয়ে ফিরলেন আলী সাহেব
     রাত বারোটার কালে,
     সারাদিন দখল গেল
অসীম কাজে মনটা বিগড়ে পলে।

স্ত্রী,পুত্র কন্যা সন্তান অপেক্ষারত
      আসবেন কবে বাবা,
      খাবার খাবেন সবায়
মিলে মজা করে,কন্যার নাম সাবা।

সাবা রূপবতী সৌখিন বস্ত্র পরিধান
         করে যৌবন দেহে,
         তাল বেতাল চলন
তার অধিকাংশ সময় কাটে মোহে।

অত কিছু দেখার সময় আলী সাহেব
          কোথায় আর পান,
           টাকার পিছু ছুটে
চলছেন টাকা যেন তাঁর সবচেয়ে প্রাণ।

সাবা বন্ধুদের পাল্লায় পড়ে ধসে গেছে
        নেশায় কাটে সারাক্ষণ,
         মায়ের কথা না শুনে
রাত বিরাত শুধু মুঠোফোনে আলাপন ।

সাবা এক নিশি'তে ইয়াবা টেনে মাতাল
          শরীর টা খোলামেলা,
         মধুকর বুকে ভরা মধু
দেখে ক'জন বন্ধু করলো ধর্ষণ লীলা ।

রক্তের বাঁধ মানছে না বাধা গোপন অঙ্গ
         ছেড়া স্রোতে তচনচ,
         উত্তাল ঢেউ উঠেছে
রক্তের  বানে স্তব্ধ যেন আকাশ বাতাস।
        
জ্ঞান ফিরে'নি আজ দু'দিন হলো সাবা
          আলী সাহেব উন্মাদ,
          নিজের পাপের ভার
কন্যা পেলো কষ্টে বিষাদে কাটে রাত।

আলী সাহেব ইয়াবা ব্যবসায়ী সমাজে
           ছদ্দবেশী ধনী লোক,
            কে জানতো এমন
মুল্য দিতে হবে,কন্যা গেলো পরলোক!!

নেশা এক ক্যান্সার ব্যাধি মেধা বিকাশে
          ইয়াবা মরন কামড় ,
           সচেতন হও সদা
সবার তরে হে মানব,প্রিয় সকল বন্ধুবর।

রচনাকাল
৩০।০৯।২০১৪
ইউ এ ই  


বিঃদ্রঃ-অনুরোধ  থাকলো আমার সকল শ্রদ্ধাভাজন কবিবন্ধু এবং সম্মানীত পাঠক বন্ধুদের প্রতি  আপনারা কবিতাটি পুরো পড়ে তারপর ঘঠন মূলক মন্তব্যে আসার জন্য । এটি একটি আমাদের সমাজের বাস্তব উপাখ্যান অবলম্বনে রচিত।ভালো থাকুন সবায় ধন্যবাদ।