এ মর্ত্যলোকে  ক্ষণিকের অতিথি মোরা,
মৃত্যুরা ডাকছে স্বয়ম্বরায়,
এক সেকেন্ডে হতে পারে জীবনের ছুটি
জীবন যাপনের অন্তরায়।

কেন বল মানব,সব আমার, আমার
আসলে কি আছে তোমার?
জীবন খাতায় খোঁজে দেখো মন কি দিলে তুমি
এ সংসারে, কি আছে বিপুল ধরায়।

বৃথা কর কেন  এমন অবুঝ আস্ফালন ,
নোংরা বিপ্লবী মন উদ্ধোধনে,
শিব নাম কর,হরি নাম কর,আল্লাহ নাম ধর
ব্রত নিয়ে জীবন সংশোধনে ।

মনে মনে প্রস্তুত থাকো হবে ছুটি এক্ষনি,
সকাশে প্রাণের দৃঢ় মুক্তি মিলবে
দৃঢ় বিশ্বাস রাখো তাঁর প্রতি,
আত্মা দিয়েছেন যিনি।

রচনাকাল
২৮।০৯।২০১৪
ইউ এ ই