অনিতা প্রেমে প্রণিতা অঙ্গের বাঁধনে প্রেম,
হাতের বাহুডোরে ভাঙ্গলো নিশি কাঁচ ফ্রেম।
ভেঙ্গে গেলো চাঁচ বড় বিশ্বাসের নিঁখুদ খাঁচ
যা ভাবেনি কভু তা হয়ে গেলো নিশি রাজ।
সর্বহারা বালির বুকে প্রেমিকের উন্মাদ মন,
বাঁধা দিয়ে'ছে তবু আবেগে গুপ্ত সুখের ক্ষণ।
বাবা হারা মেয়ে বড় আশা নিয়ে এলো শহর,
বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে সাজাবে নগর।
মায়ের বড় স্বপ্ন মেয়ে তাঁর রত্ন,গড়বে জীবন,
বালির বুকে ভাসবে সুখে জীবন নদীর তরণ।
কুড়ে কুরে খায় অনিতার দিন যায়,ভাবুক মনে,
শঙ্কিত আজ কম্পিত মনে দিশেহারা,প্রতি রণে।
মাস হলো পার চোখে মুখে ভার,কুমারী জননী,
প্রেমিকের দ্বারে ছুটে গেলো সারে,হতাশা রজনী।
অনিতা প্রেমিকের প্রবঞ্চনায় ভাঙ্গা নদীর দু'কূল
কুমারী মেয়ে বাসর সাজায় ধিক্কার প্রেমিক রোল।
অনিতা করলো ভুল,অসময়ের ফুল তার বক্ষে
একা একা কাঁদে কষ্টের তাড়নায় সে নীরব কক্ষে।
নিয়তির পরিহাসে প্রেমিকের উপহাসের চন্দ্রবিন্দু,
রুখে দাঁড়াবে সে সমাজ সংসারে উজ্জ্বল মহাসিন্দু।
লড়াকু মনে আইনের সনে জুটি বেঁধে করবে মন্থন,
এক সন্ধ্যায় অনিতার খোঁজ নেই, ঘরে জ্বলে লন্ঠন।
প্রভাত সারে রাস্তার ধারে সুতাহীন অনিতার লাশ,
এক সাথে দু'টি প্রাণ নিভে গেলো মান জীবনপ্রশ্বাস।
করোনা ভুল অসচেতনে ফুল ক্ষনিকের সুখের তরে
আলোহীন আঁধার কর পরিহার ভাসবে সুখের চরে।
প্রেম পবিত্র বাঁধ চরিত্র,জীবন যৌবনের আঁকুপাঁকে,
সংযত কর আবেগের গান সুশীল মনের স্রোতবাঁকে।
রচনাকাল
২৯।০৯।২০১৪
ইউ এ ই ।
বিঃদ্রঃ-অনুরোধ থাকলো আমার সকল শ্রদ্ধাভাজন কবিবন্ধু এবং সম্মানীত পাঠক বন্ধুদের প্রতি আপনারা কবিতাটি পুরো পড়ে তারপর ঘঠন মূলক মন্তব্যে আসার জন্য । এটি একটি আমাদের সমাজের বাস্তব উপাখ্যান অবলম্বনে রচিত।ভালো থাকুন সবায় ধন্যবাদ।