পুষ্প বৃষ্টি বর্ষণ করলো মমতার আঁচলে
দশ মাস দশ দিনের ভালোবাসার ফসলে
আজ যেন আকাশের চাঁদ তাঁর নীড়ে উঁকি দিলো
ওঁয়া,ওঁয়া  করে বালিকা শিশু কেঁদে উঠলো ।

যৌবনে বালিকা রঙ্গিন স্বপ্নে বিভোর
কোমরে বিছা পায়ে নূপুর,
যুগল জীবনের আর কত দূর ?
রাজকুমার নৌকা ভাসাবে যৌবন গাঙ্গে মধুপুর ।

বার্ধক্যে পাঁচ সন্তানের জননী
বয়সের চাপে যে কোন সময় হবে জীবন সমাপনী,
সুদূর পথ হেঁটে এলো ক্লান্ত মনে
এই যেন বালিকার জীবন সঞ্জীবনী ।

রচনাকাল
২৬।০৯।২০১৪
ইউ এ ই ।