কবিবন্ধু আসোয়াদ লোদি আপনাকে গত ০১/০৯/২০১৪ তারিখ থেকে আসরে দেখতে পাচ্ছি না - বড্ড মিস করছি আপনাকে এবং আপনার বলিষ্ঠ কাব্য কে । এবং বঞ্চিত হচ্ছি আপনার কাব্যসুধা আহরণ থেকে আমরা , আপনি যেখানে থাকুন ভালো থাকুন , তবু ও আমি বলবো আসরে আবার আগের মত ফিরে আসুন। আসর কে উজ্জ্বল করুন , এই কামনা করছি ।
আসুন ভাসুন কবিতায় হাসুন ,খুশিতে থাকুন ।