আমি কবিতায় দেখি মানুষের ছবি
আসলে কি মানুষ কবি?
আজব খেলা সোনার আলতা মাখা
প্রভাতের আলোয় রবি।
রবির আলোয় জগত নিপুন সাজে
পথ ঘাট বালি প্রান্তর,
আবেগ মাখা কবির মনের দিগন্তে
প্রেমে ভরা এই অন্তর।
অন্তর কাঁদে কাছের মানুষের টানে
বুঝে নাতো সে এই মন,
ষড় রিপুয় গড়া ভুলে দেয় সাড়া
অনুতাপে জ্বলে দহন।
দহন জ্বালা মনে বিষাদের মালা
অনলে পোড়ানো মরু,
কষ্ট বালি চিকচিক করে রোষানে
গাছ গাছালি তরু।
তরু'র টানে কাব্য লিখি কবিতায়
প্রেম বাঁশরীর টানে,
এই মনে আজ বিশাল জমাট ব্যাথা
ভাসি লজ্জার বানে ।
বানে ভাসা নৌকাখানি ছেঁড়া নোঙ্গরে
উথাল পাথাল ঢেউ,
এই বুকে কষ্ট নামক বিশাল য্ন্ত্রণাটুকু
জানলো না তো কেউ।
কেউ বলেনি আবেগ খেলে দারুণ খেলা
কঠিন সমাজ সংসারে,
সবায় আমায় দারুন ভাবে ভুল বুঝেছে
তবু সোনালী স্বপ্ন অন্তরে।
রচনাকাল
২৫।০৯।২০১৪
ইউ এ ই।