আমি বাসা বাঁধি ক্ষণে কবিতার মনে
শব্দ চাষে ফলে আউশ আমন বোরো,
হরেক রকম সার দিয়ে ফসল ফলাই
কাব্যিক মনের রেশ কাব্যগ্রন্থ যে শুরু।
মনে ঢের ভাবনা আসে উপমায় ঘেঁসে
কভু ছন্দে কভু গদ্যে কভু রসদ কথায়,
ছন্দেরা পদ্যে হাসে গদ্যরা ভাবে নাচে
আরো কত ভাবনারা হারায় মোহনায়।
সব চেতনারা যদি কবিতা হতো কাব্যে
ফসল মাঠে ফলাতাম আমি শুভ্রতায়,
কিছু ফসল ঘরে তুলি কিছু হারিয়ে ফেলি
জোনাক জ্বলা তীরে দারুণ কাব্য রচনায়।
অনন্ত প্রেম দিয়ে ফসল বুনি যতন করে
প্রেম, বিরহ, হাসি,কান্নার,ফাঁদ কাহিনী,
সমাজের সংসারে কবিতাকে কথা বলাই
মনের বলিষ্ঠ ভাষা'রা কবিতায় বাহিনী।
ধানের শীষে মাঠে মৌ মৌ করে ছন্দে
স্বরবর্ণ,ব্যাঞ্জনবর্ণের আলো প্রভা প্রতিভা,
যে কাব্যে শত্রু সেনার শিবিরে ঝড় উঠে
আমি শব্দ সাজাই ছন্দ গেঁথে ঢের কবিতা।
রচনাকাল
২৩।০৯।২০১৪
ইউ এ ই