পূজা করি স্রষ্টার চরণ তলে
ভালোবাসায় ভরা এই মনে,
স্বপ্নের  বীজ  করেছি  বপন
আমার প্রেয়সী রুম্পার সনে।

নতুন  ভিত্তি  তৈরি করলাম
আজকের এই খুশির  দিনে,
স্বরলিপির সুর'যে বড়ই মধুর
বুঝলাম এই দু'ই বছর ক্ষণে।

কুসুম ফোটানো পরী আমার
সে যে সুখে দুখের সঙ্গে,সাথী,
অফুরান হাসি তার মুখে ভাসে
তা দেখে সেই আনন্দে মাতি।

তার আঁখি'তে আমাকে আঁকি
সোনায় সোহাগা মোড়ানো মনে,
সিঁথিতে সিঁদুর হাতে শংখ দিয়ে
শুভ পরিণয় বাঁধলাম তার সনে।

উত্সবে মাতি প্রেম ফসল পেয়ে
উছলায় সুখ তরঙ্গে মৃন্ময়ী ভূমি,
যুগ যুগ ধরে কাটাতে চাই এভাবে
নির্মল স্বপ্নের উৎসবে আমি তুমি।

রচনাকাল
২৪।০৯।২০১৪
ইউ এ ই।

বিঃদ্র- প্রিয় আসরের সকল শ্রদ্ধাভাজন কবিবন্ধুসুজন আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী আজকের এই খুশির দিনে আমি এবং রুম্পা শিমুল আপনাদের কাছ থেকে আশীর্বাদ/ দোয়া কামনা  করছি । শুভেচ্ছা সবার জন্য, অনেক ভালোবাসা রইলো, ভালো থাকুন সবায়।