তার টগবগে দুটি আঁখি
আমি কি যতনে দেখি
   তবু পুরাবার নয়,
অধরে'র শিশির জলজে
সুখ তরী ধীরে চলে যে
   রূপের নেই ক্ষয়।

দেখি  কালোকেশী চুল
আমি ভেবে যে আকুল
  টসটসে রূপ ভরা,
তার  মুখে কালো তিল
পড়নে বসনখানি  নীল
   যেন পাগলপারা।

বক্ষদেশ দোপাট্টায় ঢাকা
মধুকর ভিটায় পরশমাখা,
   চিকন হাত আঙ্গুটি,
তার  মুখের  চঞ্চল হাসি
নিমিষে  দেয় যেন ফাঁসি
   মেহেদীময় রাঙ্গুটি।

কোমরের বিছাখানি শু'য়ে
দোলে দোল দোলনী নুয়ে
    শিহরিত করে মন,
সোনায় সাজানো নাভিবুটি
এই যেন আকাশে চাঁদবাটি
   আলোকিত সুখ ক্ষণ।
    
তার পায়ে রিনিঝিনি মলে
শরীর ঘিরে কাঁপন তোলে
     রাঙ্গা দুটি পায়,
অজানা সুখের ঢেউ সাগরে
আঁকাবাঁকা রূপের অঘোরে
    সুখ সীমানা পাই।

রচনাকাল
২২।০৯।২০১৪
ইউ এ ই।