সম্প্রদান করবে ভালো কথা কন্যা তোমারি,
জানতে হবে আগে ঐ ফুলের টবের সুরভি।
তোমারি মনের গৌরব মাখা সূর্য্যের আলো,
সে আলোয় ভেসে যাক কন্যাকুমারী ভালো।
আলো নিয়ে করুক শুরু বাবা মায়ের কাম্য,
জীবন টা তো কঠিন জায়গা নয়তো শুধু রম্য।
কাম্য তাঁদের সৎপাত্রের হাতে করবে দান,
দিতে হবে কন্যার চাওয়া মনের স্বপ্ন সম্মান ।
দানে শেষ হয়না কন্যার স্বপ্ন ঐ তারার মেলা,
সংসার জীবন সমুদ্র সাঁতার,নয় বউচি খেলা।
মেলা'য় যেমন হরেক রঙের মানুষের ঢল,
খুঁজতে হবে যোগ্যপাত্র,সামান্য ভুলে অস্তচল।
ঢলের উচ্ছ্বাসে ভাসবে স্বপ্ন ছোট্ট ভুলের ঘরে
জীবন টা ই মরুভূমি আশাহীন স্বপ্নের জ্বরে ।
ঘর বাঁধবে দুটি মনের বাঁধনে সোনালী সংসার,
ভেবে চিন্তে বাঁধ মন,না হলে জীবন যে অসাড়।
সংসার বাঁধনে গুরু ভার বাবা-মায়ের কোলে
কন্যার মতে ভেবে দেখ জীবন যেখানে দোলে।
কোলের হাসি মায়ের মনে যত্ন রাখবে অনিবার,
কন্যার চেতনার ভাগ নাও তুমি বুঝে শতবার ।
রচনাকাল
২১।০৯।২০১৪
ইউ এ ই ,