অন্তর জুড়ে কম্পন হয়,বন্ধন না যেন যায় টূটে
তর্ক ফেলে কঠিন খড়তায়,মান্দার ফুল না যেন ফোটে ।
জীবন যখন অঙ্ক কষে,সময়ের পরিক্রমা,
চোখ রাঙালে মিলে না সায় ভালোবাসার কমা।
ভেঙে চুর হয় মনের ভাবনা,সামান্য গন্ডা ভুল,
জীবন নদীর স্রোতের দেহ ,অন্য কাননের বকুল ।
উষ্ণ প্রাণে তপ্ত বিরাণ সুর করে অচিন সুরেলায়,
স্বরলিপির ঘাট পিচ্ছিল পথ,মন দেউলিয়া দোলনায়।
খুনসুটি না-ই বা খোঁজ,দাম্পত্যে বিশ্বাস রাখো দু'জনায়,
মনের সাথে মন রাখো ভালোবাসায়,জীবনের মোহনায়।
রচনাকাল
২০।০৯।২০১৪
ইউ এ ই