ধূলি গায়ে মাখি মাটির দেহ খাঁকি হবে যে নিশ্চল,
আলো,আঁধার ভূমি মায়াভরা জাগরণী তা অবিরল।
প্রান্তরে  শিশির জলে পরশে ঢেউ তোলে সৌরভে,
স্বপ্নেরা সুগন্ধে ভাসে লক্ষ্যের পাশে মনের গৌরবে।

ভাবি আমি সদা সে নয়তো প্রিয়ংবদা চন্দ্রমল্লিকায়,
যাকে আমি চাই সে আমার নয় ভীষন আধুনিকতায়।
সুঁই  সুতা দিয়ে গাঁথি নিষ্ঠুর ঘাঁটি কষ্টের ফুলকাননে,
এ মনে রক্তক্ষরণ উঁকি দেয় মরণ ভাঙ্গলে মাটিখননে।

আজ যে ঘরে তোমার বাস জানি সুখের আবাস ভুবনে,
আমার মনের ত্রাস সৃষ্টির অবকাশ এই নিঃসঙ্গ স্বপনে।
ভুল করেছি শুধু ভালোবেসেছি প্রতিদানে হয়নি পাওয়া
মনের মণিপুর কাঁদে পড়ে নিষ্ঠুর ফাঁদে তোমার যাওয়া।

আজ চিত্কার করে ক্ষণ স্বপ্ন ভাঙ্গা মন পোড়া মন বাঁশি,
যন্ত্রণায় ফাটে চেনা ভালোবাসা টুটে যেন আমি কষ্টচাষি।
যুগ যুগ ধরে ঘিরে রেখো তারে করোনা ফের ছলনাচাষ,
স্বপ্নময় বন্দরে মনের অন্দরে প্রেম সুখে করো লীলারাশ।

রচনাকাল
১৯।০৮।২০১৪
ইউ এ ই